
বিপিএল নয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সেখানে রীতিমতো ঝলক দেখাচ্ছেন তিনি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বল ঘুরিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। এই টাইগার লেগির দুর্দান্ত পারফম্যান্সের দিনে ৪ উইকেটে জয় পেয়েছে তার দল হোবার্ট হ্যারিকেনস।
এ দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে পার্থ স্করচার্চ। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। এই ওভারে ফিন অ্যালেনের ব্যাটে এক ছক্কাসহ ৯ রান হজম করেন তিনি।
এরপর ইনিংসের সপ্তম ওভারে দ্বিতীয় বলেই রিশাদ তুলে নেন কনোলির উইকেট, বাউন্ডারিতে ক্যাচ নেন ক্রিস জর্ডান। নিজের তৃতীয় ও ইনিংসের নবম ওভারে রিশাদ ফেরান হার্ডিকে। সুইপ করতে গিয়ে বলের বাড়তি বাউন্সে এজড হয়ে ফাইন লেগে ক্যাচ দেন ইংলিশ ব্যাটার।
এরপর ১৬তম ওভারে এসে ইভান্সকে তৃতীয় শিকার বানান রিশাদ। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন এই টাইগার লেগ স্পিনার।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় হোবার্ট হ্যারিকেনস। দলের পক্ষে টিম ডেভিড করেন সর্বোচ্চ ২৮ বলে ৪২ রান। রিটার্ড হার্ট হন তিনি। এছাড়া নিখিল চৌধুরী ৩০ বলে ৩৪ ও ম্যাকালিস্টার রাইট ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন।