
এত দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র দুবার। ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। আর চলতি বছরে ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ।
এবার তাদের ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের সোনাম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেন এই ২২ বছর বয়সী স্পিনার।
শুক্রবার (২৬ ডিসেম্বর)) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ভুটানকে ব্যাটিংয়ে পাঠায় মিয়ানমার। ওপেনার নামগাং চেজায়ের ৫০ রানে ভর করে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান।
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সোনামের ঘূর্ণিতে দিশাহারা মিয়ানমার অলআউট হয়ে গেছে মাত্র ৪৫ রানে! ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম।
এরপর পঞ্চম ওভারে আবার বোলিংয়ে এসে নেন ১ উইকেট। ৭ ও ৯ নম্বর ওভারে আরও দুটি করে উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ইয়েশে।