
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫.২ ওভারে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে এত কম ওভারে গুটিয়ে যাওয়ার ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে ঘটেছে মাত্র দুইবার—এ দুটিই মেলবোর্নে, একবার ১৯০২ সালে এবং আরেকবার ২০১০ সালে।
স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১৫২ রান। যদিও রানসংখ্যা খুব বড় নয়, তবে এমসিজির ঘাসে ঢাকা উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্যও সহজ পরীক্ষা অপেক্ষা করছে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন ইংল্যান্ডের পেসার জশ টাং। ৪৫ রান খরচায় পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তাঁর শিকার হয়েছেন জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড।
বিশেষ করে স্টিভ স্মিথের বিপক্ষে টাংয়ের আধিপত্য নজর কাড়ার মতো। এখন পর্যন্ত স্মিথের বিপক্ষে পাঁচ ইনিংস বোলিং করে প্রতিবারই তাঁকে আউট করতে সক্ষম হয়েছেন এই ইংলিশ পেসার।