
বিপিএলের ১২তম আসর শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ কাইয়ুম রশিদ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন, তারা আর দলের মালিকানা ধরে রাখতে পারছেন না। চিঠিতে চরম আর্থিক সংকটের কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সব দায়িত্ব বিসিবিকে গ্রহণ করার অনুরোধ জানানো হয়।
পরে সেই দায়িত্ব নিয়েছে বিসিবি। চট্টগ্রামের মেন্টরে দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন বিসিবির এমন সিদ্ধান্তে নিজেদের খুশি হয়েছেন ক্রিকেটারাও।
গণমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, ‘সব কাজই কঠিন, কোন কাজই সহজ নয়। একদম কালকে খেলা আজকে আমি ওদের সঙ্গে যোগ দিলাম। অবশ্যই, এটা চ্যালেঞ্জিং এবং বিপিএলে নিজেই একটা চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। যদিও সময় কম কিন্তু এটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু চেষ্টা করছি। বিদেশি খেলোয়াড় দুজন এসেছেন, দুজন খেলবেন। বাকিদের সঙ্গে আমি যোগাযোগ শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘কালকের ম্যাচে পাব না আশা করছি তারপরের ম্যাচ থেকে হয়তো চলে আসবে, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমার মনে হয় খেলোয়াড়রা এখন কমফোর্ট জোনে আছে। তারা কমফোর্ট ফিল করছে। আজ আমি সবার সঙ্গে কথা বললাম, প্রত্যেকেই খুশি। অন্তত তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে পারবে, খেলতে পারবে, তাদের আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। খেলোয়াড়দের দিক থেকে তারা খুব খুশি।’