
২৬ তারিখ সিলেট পর্ব দিয়ে পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের। টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাঠ সিলেটে নিজেদের অনুশীলন শুরু করেছে সিলেট। প্রথম বারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের প্রথম পর্ব। যার কারণে নতুন রূপে সাজছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিগত আসরগুলোতে ব্রডকাস্টিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও এবারের আসরে ব্রডকাস্টে চমক দেখাতে চায় বিসিবি।
মাঠে ও মাঠের বাইরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এছাড়াও এবারের আসরে বাগি ক্যামও থাকবে বলে শোনা যাচ্ছে। এবারের আসর নিয়ে ভক্তদের আগ্রহ দেখা যাচ্ছে। ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে উদ্বোধনী দিনের দুই ম্যাচের সব টিকিট।
দ্বিতীয় দল হিসেবে সোমবার সন্ধ্যায় সিলেটে পা রেখেছে চট্টগ্রাম রয়্যালস। যদিও সিলেট বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে অবাক হয়েছেন শরীফুল, তানভীররা। কারণ, যেখানে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড়দের জন্য অপেক্ষা করে নামি-দামি ব্র্যান্ডের টিম বাস। বাসের বডি জুড়ে থাকে রঙিন কাভারে মোড়া, থাকে খেলোয়াড়দের ছবি ও ফ্র্যাঞ্চাইজির নাম। সেখানে কোস্টার বাসে চড়ে বিমানবন্দর থেকে টিম হোটেলে যান চট্টগ্রামের খেলোয়াড়রা। এমন ঘটনায় বন্দরনগরীর এই চ্যাঞ্চাইজিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও কম হয়নি। যদিও এমন কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রামের ব্যাটিং কোচ ও মেন্টর তুষার ইমরান।
গতকাল সিলেট একাডেমি মাঠে প্রথম দিনের মতো অনুশীলন করেছে চট্টগ্রাম রয়্যালস। যেখানে দুই-এক দিন আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছে বাকি দলগুলো। দেরিতে অনুশীলন শুরু করা নিয়ে গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় দলটির ব্যাটিং কোচ ও মেন্টর তুষার ইমরান জানান, তারা পুরো শক্তি নিয়ে অনুশীলন শুরু করতে চেয়েছিল। যদিও সেটা করতে পারেনি তারা। কারণ এখনো দলের সঙ্গে যোগ দেননি চট্টগ্রামের কোনো বেদেশি ক্রিকেটার। ছয় বিদেশির মধ্যে তিন জনকে পাচ্ছে না বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে ৩৫ হাজার ডলারে শ্রীলঙ্কান তারকা নিরোশান ডিকভেলাকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম।
তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ায় ডিকভেলাকে এনওসি দিচ্ছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। এছাড়াও পল স্টার্লিংকে সরাসরি দলে নিয়েছিল চট্টগ্রাম। শেষ সময়ে এবারের বিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক। সেই সঙ্গে লঙ্কান সিরিজের কারণে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে এনওসি দেয়নি পিসিবি। তবে তুষার ইমরান জানান, আজ কালের মধ্যে দলের সঙ্গে যোগ দিবেন ক্যামেরন স্কট ডেলপোর্ট, কামরান গোলাম। যদিও নিজেদের বোলিং লাইনআপ নিয়ে আশাবাদী তুষার ইমরান।
বোলিং ইউনিটে দেশি খেলোয়াড়দের ওপর আস্থা রাখছে চট্টগ্রাম। পেসার শরীফুল ইসলাম, স্পিনার শেখ মাহাদী ও তানভির ইসলাম, জিয়াউর রহমানকে নিয়ে বোলিং আক্রমণ সাজাচ্ছে তারা। শুধু মিডেল অর্ডারে পরীক্ষিত ব্যাটারদের অভাব অনুভব করছে চট্টগ্রাম। তবে টপঅর্ডারে ১ কোটি ১০ লাখ টাকায় নেওয়া নাঈম শেখ, দক্ষিণ আফ্রিকান ব্যাটার ক্যামেরন স্কট ডেলপোর্টের ওপর আস্থা রাখছে চট্টগ্রাম।
অন্যদিকে বিপিএলে প্রথমবারের মতো এবারের আসরে থাকছে নোয়াখালী। সিলেট যাওয়ার আগে ঢাকায় গতকাল শেষ অনুশীলন করেছে খালেদ মাহমুদ সুজনের দল। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাহমুদুল হাসান অঙ্কন। এই উইকেটকিপার ব্যাটারের মতে নোয়াখালী দল অনেক ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে সব দল অনেক ভারসাম্যপূর্ণ, সবাই অনেক সময় পেয়েছে দল করার জন্য বা তারা এঐ পরিকল্পনা করেই দল করছে। কে কেমনভাবে চাপ সামলাতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে বেশি, ওটা বেশি গুরুত্বপূর্ণ। আর ফলাফল নিয়ে অতটা চিন্তা না, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’
নোয়াখালী এক্সপ্রেসের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত অঙ্কন, ‘আমার কাছে মনে হয় যে তারা (নোয়াখালী) প্রথম বার হিসেবে খুবই ভালো করছে। এ পর্যন্ত দলের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই অনেক গোছানো। আশা করি যে তারাও অনেক বছর চালিয়ে যেতে পারবে। নোয়াখালীর অনেক ভালো ভক্ত-সমর্থকও আছে। আশা করি তারা অনেক ভালো করবে বিপিএলে।’
নোয়াখালীর হয়ে খেলবেন আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। তার সম্পর্কে অঙ্কন বলেন, ‘(নবির অভিজ্ঞতা) অবশ্যই অনেক কাজে লাগবে। সে তো অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে, বিপিএলও অনেক বছর খেলছে। আশাবাদী যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব দলগতভাবে।’ এছাড়াও এবারের আসরে নোয়াখালীর হয়ে মাঠ মাতাবেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল।