
২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি লিগ পর্বের শেষ পর্যায়ে ছয় দলের মধ্যে সবার আগে ডেজার্ট ভাইপার্স প্লে-অফ নিশ্চিত করেছে। গতকাল গালফ জায়ান্টসকে ২ উইকেটে হারিয়ে **সাকিব আল হাসানের এমআই এমিরেটস দ্বিতীয় দল হিসেবে মূল চারে জায়গা করে নিয়েছে।
১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়েও রোমাঞ্চে শেষ পর্যন্ত খেলতে হয়েছে শারজা ওয়ারিয়র্সকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে **তাসকিন আহমেদের শারজা ওয়ারিয়র্স ৪ উইকেটে জয়ী হয়েছে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। ৮ ম্যাচে শারজা ওয়ারিয়র্স ৩ জয় ও ৫ হার নিয়ে এখন ৬ পয়েন্টে অবস্থান করছে। একই পয়েন্টের অন্য দলগুলো গালফ জায়ান্টস এবং আবুধাবি নাইট রাইডার্স, কিন্তু নেট রানরেটের কারণে শারজা সর্বশেষ অবস্থানে রয়েছে।
বর্তমানে ডেজার্ট ভাইপার্স ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এমআই এমিরেটস ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তিনে অবস্থান করছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস, ৮ ম্যাচে ৮ পয়েন্ট। চার থেকে ছয় নম্বরে রয়েছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্স প্রতিটি ৬ পয়েন্টে।
আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুবাই ক্যাপিটালস-শারজা ওয়ারিয়র্স ম্যাচ। শারজা জিতলে প্লে-অফের আশা বাড়বে, হারে বিদায় নিশ্চিত। পরবর্তী ম্যাচে শারজা খেলবে শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে, যেখানে জয় ছাড়া তাদের প্লে-অফ নিশ্চিত হবে না।
গতকাল গালফ জায়ান্টস ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছিল। জবাবে এমআই এমিরেটস ১৬.৩ ওভারে ২ উইকেটে ১৪২ রান করে জয় নিশ্চিত করে। দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দিয়েছেন নিকোলাস পুরান ও মোহাম্মদ ওয়াসিম, যাদের ৮৯ বলে ১৪০ রানের অবিচ্ছেদ্য জুটি ম্যাচের জয় নিশ্চিত করেছে। ওয়াসিম ৪২ বলে ৫৯ রান করে ম্যাচসেরার মর্যাদা পান।
সাকিব আল হাসান ২ ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি। জনি বেয়ারস্টো ও টম ব্যান্টন দুই টপ অর্ডার ব্যাটার early আউট হলেও, পুরান-ওয়াসিমের তাণ্ডবে এমআই এমিরেটস সহজ জয় নিশ্চিত করেছে।