Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড

শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড
শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড


বছরজুড়ে ভারতীয় সিনেমা মানেই ছিল রেকর্ড আর চমক। বিভিন্ন ভাষা ও ঘরানার মোট ১ হাজার ৫১৯টি সিনেমা মুক্তি পেয়েছে ২০২৫ সালে, যা মিলিয়ে বক্স অফিসে তুলেছে ১২ হাজার ২৯১ দশমিক ২৭ কোটি রুপির বিশাল অঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৬৫ হাজার টাকারও বেশি। তবে এই বিপুল আয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—এর বড় একটি অংশ এসেছে হাতে গোনা কয়েকটি সিনেমা থেকে। পুরো বছরের মোট আয়ের প্রায় চার হাজার কোটি রুপি এসেছে মাত্র ১০টি সিনেমার হাত ধরে।

অ্যাকশন, পিরিয়ড ড্রামা থেকে শুরু করে রোমান্টিক গল্প—সব মিলিয়ে এই সিনেমাগুলোই ২০২৫ সালে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করেছে। ইত্তেফাক ডিজিটালের এবারের আয়োজন সেই শীর্ষ ১০ সিনেমাকে ঘিরেই, যারা ১২ হাজার কোটির এই বছরে গড়ে দিয়েছে বক্স অফিসের নতুন নতুন রেকর্ড।
 
‘ধুরন্ধর’
বছরের একদম শেষে এসে বাজিমাত করেছে আদিত্য ধরের ধুরন্ধর। ডিসেম্বরের ৫ তারিখ মুক্তি পাওয়া এই সিনেমায় রয়েছে পাওয়ার কাস্ট। রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তের এই সিনেমা মাত্র ১৮ দিনে আয় করেছে ৮৭৬ কোটি রুপি। এর মাধ্যমে পুরো বছর আয়ের দিক থেকে তালিকার শীর্ষে থাকা কানতারা: চ্যাপ্টার ১ ও ছাবাকে পেছনে ফেলেছে সিনেমাটি। সেই সঙ্গে বাগিয়ে নিয়েছে ২০২৫ সালের শীর্ষ আয়কারি হিন্দি ভাষার সিনেমার স্থান, যা এতোদিন ছিল ‘ছাবা’র দখলে।

Advertisement

কানতারা: চ্যাপ্টার ১
২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানতারা: চ্যাপ্টার ১। এই সিনেমা বানিয়ে রীতিমতো চমকে দিয়েছেন ঋষভ শেঠি। ১২৫ কোটি রুপির বাজেটের সিনেমাটি আয় করেছে প্রায় ৮৫২ কোটি রুপি! প্রথম কিস্তির মতো এবারও ঋষভের অভিনয়, গল্প বলা আর দুর্দান্ত ভিজ্যুয়ালের প্রশংসা করেছেন সমালোচকেরা।

‘ছাবা’
২০২৫ এর শুরুতেই যেই সিনেমা বাজিমাত করেছে, সেই ছাবা রয়েছে শীর্ষ আয়কারি সিনেমার তালিকার তিন নম্বরে। সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। প্রধান দুই চরিত্রে ছিলেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার মতো তারকা। বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৮০০ কোটি রুপি! সদ্য মুক্তি পাওয়া ধুরন্ধরের কাছে বছরের শীর্ষ আয়কারি হিন্দি সিনেমার স্থান হারিয়েছে সিনেমাটি।

‘সাইয়ারা’
তালিকার চার নম্বরে আছে মোহিত সুরির ‘সাইয়ারা। অনেক দিন পর ২০২৫ সালে কোনো রোমান্টিক সিনেমা বক্স অফিসে দাপট দেখিয়েছে, তা–ও আবার নবাগত দুই অভিনয়শিল্পীকে নিয়ে। সিনেমা তো বটেই, মুক্তির আগে থেকেই ‘সাইয়ারা’র গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। শেষ পর্যন্ত মাত্র ৪৫ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে ৫৭৯ দশমিক ২৩ কোটি রুপি আয় করে।

‘কুলি’
রজনীকান্তের সিনেমা মুক্তি পাবে আর বক্স অফিসে ঝড় তুলবে না, তা কী হয়। লোকেশ কঙ্গরাজের সঙ্গে এবার হাজির হয়েছিলেন এই তামিল অভিনেতা। কিন্তু সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, বেশির ভাগ সমালোচকও সিনেমাটিকে ‘গড়পড়তা’ বলেছেন। তারপরও বক্স অফিস থেকে ৫১৪ কোটি রুপি আয় করেছে ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।

এই পাঁচটি সিনেমা ছাড়াও শীর্ষ ১০ সিনেমার তালিকায় রয়েছে ওয়ার ২ (৩৬৪.৩২ কোটি), মহাবতার নরশিমা (৩২৬.৮২ কোটি), লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা (৩০৩.৬৭ কোটি), দে কল হিম ওজি (২৯৩.৬৫ কোটি), এল২: এমপুরান (২৬৮ কোটি)।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা

লোহিত সাগর তীরে বিলাসবহুল দ্বীপে রোনালদোর দুই ভিলা

Next Post
কোচ বিদ্রোহের মধ্যেই জোড়া ইতিহাস গড়ল নারী ফুটবলাররা

কোচ বিদ্রোহের মধ্যেই জোড়া ইতিহাস গড়ল নারী ফুটবলাররা

Advertisement