
বাংলাদেশ ফুটবল লিগের পাশাপাশি চলছে ফেডারেশন কাপ ফুটবল। ১০ দল খেলছে। আজ ফেডারেশন কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ খেলা কুমিল্লায় বেলা আড়াইটায় মুখোমুখি হবে মোহামেডান-বসুন্ধরা কিংস।
এই খেলাটা কুমিল্লায় থেকে সরিয়ে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে আনা হয়েছিল। কিন্তু বাফুফে হতে বলা হয়েছিল দর্শকবিহীন মাঠে খেলতে হবে। কারণ পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। আর মোহামেডান বলেছিল তারা দর্শক মাঠে রেখে খেলতে চায়। দরকার হয় খেলার তারিখ পরিবর্তন করা হোক। সেটি গুরুত্ব দিয়ে পুনরায় সিদ্ধান্ত হয় কুমিল্লার খেলা কুমিল্লাতেই হবে।
ফেডারেশন কাপ ফুটবলে ‘বি’ গ্রুপে মোহামেডান ২ খেলায় ৪ পয়েন্ট পেয়েছে। ফর্টিসের বিপক্ষে ড্রয়ে ১ ম্যাচ খেলে কিংসের পয়েন্ট ১। আজ না জিততে পারলে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠা কঠিন হয়ে যাবে। জটিল হিসাবে পড়ে যাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। অন্যদিকে মোহামেডান জিতলে ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে যাবে।
আজকের খেলায় মোহামেডানের মোজাফফরভ খেলতে পারবেন। তিনি বসুন্ধরা কিংসের বিপক্ষে লিগ ম্যাচে লালকার্ড পেয়েছিলেন। পরের ম্যাচে আরামবাগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মোহামেডান। কিংসের বিপক্ষে মোহামেডানের ম্যাচ মানেই অঘটন হওয়ার শঙ্কা থাকে।