
প্রায় নয় মাস সম্পর্কে থাকার পর হলিউড তারকা টম ক্রুজ ও হলিউড অভিনেত্রী আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধানের কারণেই আনা এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন- এমনটি জানা গেছে। তবে নতুন তথ্য হলো আনার সঙ্গে বিচ্ছেদের পর ব্রেকআপে আটকে না থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন টম ক্রুজ।
বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন—তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকার মানুষ নন। আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি এমন নন যে খুব বেশি দিন নিজের কষ্ট আঁকড়ে ধরে রাখবেন।
ঘনিষ্ঠজনদের মতে, টম ক্রুজ নতুন কারও সঙ্গে পরিচিত হতে সক্রিয়ভাবে আগ্রহী। আরেকটি সূত্র জানায়, তিনি নতুন কাউকে খুঁজতে প্রস্তুত এবং এ বিষয়ে বেশ উদ্যোগী।