
মাউন্ট মঙ্গানুই টেস্টে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেটে ৩৮১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিনা উইকেটে ১১০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (২০ ডিসেম্বর) তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই উইকেট হারায় তারা। ৪৫ রানে আউট হন ওপেনার জন ক্যাম্পবেল। আরেক ওপেনার ব্রেন্ডন কিং আউট হন দলীয় ১৪০ রানে। ৬৩ রান করেন তিনি।
দলীয় ২০৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ২৭ রান করে টেভিন ইমালচ সাজঘরে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ৯৮তম ওভারে রোস্টন চেজ ষষ্ঠ ব্যাটার হিসেবে যখন আউট হন তখনো দিনের খেলা ১৬ ওভার বাকি।
তবে বাকী সময়টা অ্যান্ডারসন ফিলিপকে নিয়ে বেশ ভালোভাবেই সামাল দেন কায়েম হজ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন হজ। দিন শেষে তিনি অপরাজিত ১০৯ রানে। তার সঙ্গে ৫৫ বলে ১২ রানে অপরাজিত আছেন অ্যান্ডারসন ফিলিপ। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও এজাজ প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন।