
ঢাকায় উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠানরত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিশ্র দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের শাটলার আল আমিন জুমার ও উর্মী আক্তার জুটি থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
আজ ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। গতকাল সকালেই কোয়ার্টার ফাইনালে ভারতকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল বাংলাদেশ। রাতে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আজ ফাইনালে স্বর্ণ পদকের জন্য লড়বে বাংলার শাটলার আল আমিন জুমার ও উর্মী জুটি।
খেলা শেষে উর্মী আক্তার বলেন, ‘সকালেই আমি বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত করেছি। এবার স্বর্ণ জিততে চাই।’
আল আমিন ঝুমার বলেন, ‘সাত বছর ধরে উর্মী ও আমি মিশ্র দ্বৈতে খেলছি।’ কোচ এলিনা সুলতানা বলেন, ‘দেশের ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করল উর্মী ও জুমার। আশা করি ফাইনালে জিতে সেই ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন তারা।’