
দক্ষিণ আমেরিকার ফুটবলে হরহামেশায় সহিংসতার ঘটনা ঘটে। এবার এবার কলম্বিয়া কাপের ফাইনাল ঘিরে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। মেডেলিন শহরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কলম্বিয়ার ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়ামে কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আতলেতিকো নাসিওনাল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার পরই উৎসবের স্টেডিয়াম পরিণত হয় যুদ্ধক্ষেত্রে।
ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে উশৃঙ্খল সমর্থকরা মাঠে নেমে আসে। ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করতে হয় দাঙ্গা পুলিশকে। সংঘর্ষে আহত ৫৯ জনের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। গ্যালারির আসন উপড়ে ফেলার পাশাপাশি মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এর আগে গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচ শুরু হতেও নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট দেরি হয়েছিল।
এ ঘটনায় পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযানের সময় দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, যারা স্টেডিয়ামে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটি কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেওয়া হবে না।
সূত্র: বিবিসি