
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকী আর দুই মাস। তার আগে অধিনায়ক পরিবর্তন করেছে শ্রীলঙ্কা। প্রধান নির্বাচক হিসেবে নতুন দায়িত্ব নেওয়া প্রামোদা বিক্রমাসিংহে জানিয়েছেন, চারিথ আসালাঙ্কার জায়গায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দাসুন শানাকা এই সংস্করণে লঙ্কানদের নেতৃত্ব দেবেন।
শানাকাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বিক্রমাসিংহে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ পর্যন্ত শানাকাই অধিনায়কত্ব করবে। এ ব্যাপারে প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়ার সঙ্গেও কথা হয়েছে আমাদের।’
অধিনায়ক বদলালেও আগের নির্বাচক কমিটির ঠিক করে রাখা ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি নতুন নির্বাচকেরা। বিক্রমাসিংহে বলেন, ‘এখন আমরা আগের কমিটির দেখানো পথেই হাঁটছি। তাদের একটা পরিকল্পনা ছিল। আমরা যদি অনেক কিছু পরিবর্তন করতে যাই, সেটা ঠিক হবে না। আমাদের পরিকল্পনা হচ্ছে বিশ্বকাপ পর্যন্ত এ দলটাকে একসঙ্গে রাখা, এরপর দেখা যাক কীভাবে ভালোভাবে গড়া যায়।’
অধিনায়কত্ব হারালেও বিশ্বকাপ পর্যন্ত দলের পরিকল্পনায় থাকছেন আসালাঙ্কা। যদিও ব্যাট হাতে তাঁর এ বছর সময়টা তেমন ভালো কাটেনি—১২ ম্যাচ খেলে ১২২ স্ট্রাইক রেটে ১৫৬ রান করেছেন তিনি।