
হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে সঠিক পথেই ছিল যুবা টাইগাররা। তবে সেমিফাইনালে এসে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ৫০ থেকে ২৭ ওভারে নেমে আসে ম্যাচ। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ দিন ব্যাট হাতে দাঁড়াতে পারেনি টপ অর্ডারের কোনো ব্যাটার।
দলীয় ৬৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যুবা টাইগাররা। রিফাত বেগ ১৪, জাওয়াদ আবরার ৯, আজিজুল হাকিম তামিম ২০, কালাম সিদ্দিকি ৮ ও মোহাম্মদ আব্দুল্লাহ ৫ রান করে সাজঘরে ফিরে যান।
মাঝে সামিউন বশির কিছুটা লড়াইয়ের চেষ্টা করে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬ ওভার ৩ বলে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৩৩ রান করেন সামিউন। পাকিস্তানের পক্ষে আব্দুল সুবহান নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হামজা জাহুরের উইকেট হারায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই এই পাক ওপেনারকে সাজঘরে পাঠান ইকবাল হোসেন ইমন।
এরপর ক্রিজে আসা উসমান খানকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন আরেক পাক ওপেনার সামির মিনহাস। ৮৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
দলীয় ৮৬ রানে ২৬ বলে ২৭ রান করে আউট হন উসমান। তবে আহমেদ হুসেনকে সঙ্গে নিয়ে ৬৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিনহাস। আহমেদ হুসেন ১৪ বলে ১১ ও মিনহাস ৫৭ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকেও ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান।