
অ্যাডিলেড টেস্টে চালকের আসেন অস্ট্রেলিয়া। ১৬৮ রানে ৮ উইকেট হারানোর পর বেন স্টোকস ও জোফরা আর্চার মিলে লড়াই করেন। তাদের ব্যাটে ২৮৬ রান অলআউট হয় ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা। হাতে আছে ৬ উইকেট।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তৃতীয় দিনে ৪৫ রানে অপরাজিত খেলতে নেমে স্টোকস ৮৩ রানে আউট। আর্চার ১০৫ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে যান। নবম উইকেটে তাদের জুটি ছিল ১০৬ রানের। অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় সফরকারীরা।
৮৫ রানে লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৮ রানে জেক ওয়েদারাল্ড ১ রান করে বিদায় নেওয়ার পর মার্নাস লাবুশেনেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রান করে ফিরে যান তিনি। এরপর ওসমান খাজার সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন হেড। ৪০ রান করে আউট হন খাজা।
এরপর ক্যামেরুন গ্রিনও সুবিধা করতে পারেননি। মাত্র ৭ রান করে ফিরে যান তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ইংলিশ বোলারদের ওপর চড়াও হন হেড। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন এই অজি ওপেনার। চলতি অ্যাশেজে এটি হেডের দ্বিতীয় সেঞ্চুরি।
অ্যালেক্স ক্যারিকে নিয়ে পঞ্চম উইকেটে ১২২ রানের অপরাজিত জুটিতে মাঠ ছাড়েন হেড। ৯১ বলে ৫২ রানে অপরাজিত থেকে ক্যারি টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দিকে ছুটছেন ক্যারি।ম অন্যদিকে ১৯৬ বলে ১৩ চার ও ২ ছয়ে ১৪২ রানে অপরাজিত আছেন হেড। ইংল্যান্ডের জশ টাং সর্বোচ্চ দুটি উইকেট নেন।