
২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। তিন বছর পর আবার সেই কাতারেই এবার শিরোপা জিতলো তারা। আরব কাপের ফাইনালে জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই গোলের দেখা পায় মরক্কো। উসামা তান্নানের গোল লিড নেয় তারা। তবে ৪৮ মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতায় ফেরে জর্ডান। এরপর ৬৮ মিনিটে সেই ওলোয়ানের গোলে পেনাল্টি থেকে করা গোল এগিয়ে যায় জর্ডান।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আব্দেররাজ্জাক হামেদ আল্লা গোল করে মরক্কোকে সমতায় ফেরান। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের শততম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান আব্দেররাজ্জাক হামেদ।
এরপর আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে মরক্কো।