
ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে। কাতারের আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা।
এই জয়ের মাধ্যমে ক্লাবটি ২০২৫ সালে তাদের ষষ্ঠ ট্রফি ঘরে তুলে ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রাখল। পিএসজির এই অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক মাতভেই সাফোনভ, যিনি টাইব্রেকারে একের পর এক চারটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে এক অতিমানবীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও প্রথমার্ধের একেবারে শেষ দিকে ডেডলক ভাঙেন পিএসজির জর্জিয়ান ফরোয়ার্ড খভিচা কাভারাতস্কেলিয়া। তার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো।
অভিজ্ঞ মিডফিল্ডার জর্জিনিও পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচের শেষ দিকে বর্ষসেরা ফুটবলার ওসমান দেম্বেলেকে মাঠে নামিয়ে আক্রমণভাগ শক্তিশালী করার চেষ্টা করেছিলেন এনরিকে।
পেনাল্টি শুটআউটে নাটকের সবটুকু রোমাঞ্চ কেড়ে নেন পিএসজি গোলরক্ষক সাফোনভ। ফ্লামেঙ্গোর একের পর এক চারটি শট ঠেকিয়ে দিয়ে তিনি প্রতিপক্ষ শিবিরে চরম হতাশা ছড়িয়ে দেন। পিএসজির পক্ষে ভিতিনহা ও নুনো মেন্দেস তাদের পেনাল্টি কিকে লক্ষ্যভেদ করতে সক্ষম হলে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত হয় ক্লাবটির।
এই জয়ের মধ্য দিয়ে পিএসজি তাদের রেকর্ডবইয়ে চলতি বছরের ষষ্ঠ শিরোপা হিসেবে ইন্টারকন্টিনেন্টাল কাপ যুক্ত করল। এর আগে তারা লিগ আঁ, কুপ দ্য ফ্রঁস, চ্যাম্পিয়ন্স লিগ, ত্রফে দে শঁপিওঁ এবং উয়েফা সুপার কাপ জয়ের গৌরব অর্জন করেছিল।
লুইস এনরিকের অধীনে পিএসজির এই অবিশ্বাস্য সাফল্যের জয়যাত্রা প্যারিসের ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করল। এই ক্লাবটি এখন কেবল ইউরোপীয় ফুটবল নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ম্যাচ শেষে সতীর্থদের উল্লাস আর সাফোনভের বীরত্বগাথা এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।