
ভালোবাসার সম্পর্ক থেকে গড়ে ওঠা সংসারটি ছয় বছর আগেই ভেঙে গেছে—এ তথ্য এতদিন গোপনই ছিল। অবশেষে রোববার তা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু ও বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপক মমরেনাজ মোম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে পরিচয় ও প্রেম, পরে বিয়ে—সবকিছু পেছনে ফেলে তাঁরা এখন আলাদা জীবন বেছে নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রাশেদ মামুন অপু বলেন, ‘সিদ্ধান্তটি আমরা দুজনেই আলোচনা করে নিয়েছি। জীবনে ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বিচ্ছেদ প্রসঙ্গে এর বেশি কথা বলতে চাননি তিনি।
অন্যদিকে মমরেনাজ মোম জানিয়েছেন, অনেক আগেই তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি টানা হয়েছিল। দীর্ঘদিন গোপন রাখার বিষয়টি মানসিকভাবে কষ্টকর হয়ে উঠেছিল বলেই এখন প্রকাশ্যে আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দ্বিধার কারণে ছয় বছরের বিচ্ছেদ গোপন রাখার সিদ্ধান্ত আমরা দুজন মিলে নিয়েছিলাম। কিন্তু এই গোপনীয়তা দুজনের জন্যই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। তাই পারস্পরিক সিদ্ধান্তেই বিষয়টি পরিষ্কার করতে চাই। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।’
পারিবারিক সূত্রে জানা গেছে, অপু ও মমরেনাজ মোমের সংসারে একটি ছেলে রয়েছে।