
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিবিএল) গত মৌসুমে ডাক পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে সেবার খেলতে পারেননি তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স টানা দ্বিতীয়বার রিশাদ দলে নেয়। এবার আর মিস করেননি এই টাইগার লেগি। বিগ ব্যাশ খেলতে ইতিমধ্যে যোগ দিয়েছেন হোবার্ট হারিকেন্স দলে।
জাতীয় দলে ২২ নম্বর জার্সিতে খেলেন রিশাদ। তবে হোবার্ট হারিকেন্সের হয়ে ২ নম্বর জার্সিতে খেলবেন তিনি। দলটির জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই টাইগার লেগ স্পিনার।
প্রথমবারের মতো বিগ ব্যাশের জার্সি গায়ে চাপিয়ে বেশ উচ্ছ্বসিত রিশাদ। মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি। ফেসবুক পোস্টে রিশাদ লেখেন, ‘অবশেষে হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে দিয়েছি। এটি হাতে পাওয়ার অনুভূতি অসাধারণ। এখন খেলার দিকে নজর।’
আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে এবারের বিগ ব্যাশের আসর। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে। যেখানে লড়বে টুর্নামেন্টের অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। আর ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবারের আসর শুরু করবে।
সর্বোচ্চ তিনজন বিদেশি একাদশে থাকার সুযোগ পাবেন। রিশাদ ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে আছেন– ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান এবং তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ। ফলে একাদশে ঢুকতে মূল লড়াইটা হতে পারে রিশাদ ও রেহানের মাঝে।