
বলিউডের পাওয়ারপ্যাক মুভি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। পাকিস্তানি ডাকাত রেহমান চরিত্রে তার উপস্থিতি ও অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ছে সমানভাবে।
চরিত্র পরিচয়ের নাটকীয় দৃশ্যে অক্ষয়ের একটি নাচ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, আর সেই নাচকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে ভারত–পাকিস্তানজুড়ে।
মজার ব্যাপার হলো, ভাইরাল হওয়া নাচটি মোটেও কোরিওগ্রাফ করা ছিল না। অক্ষয়ের সহ–অভিনেতা ড্যানিশ পান্ডোরা জানান, ভাইরাল হওয়া নাচটি মোটেও কোরিওগ্রাফ করা ছিল না। ড্যানিশ বলেন, ‘আমরা লেহ–লাদাখে গানটির শুটিং করছিলাম। পরিচালক আদিত্য স্যার শট ব্যাখ্যা করছিলেন। হঠাৎ অক্ষয় স্যার জিজ্ঞেস করলেন, “আমি কি নাচতে পারি?” আদিত্য বললেন—“তোমার যা খুশি করো।” এক টেকে সব হয়ে গেল! আমরা কেউই আশা করিনি।’
কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও ‘মিড ডে’কে বলেন, ‘গানটি ছিল শের–ই–বালুচ হিসেবে অক্ষয়ের সিংহাসনে বসার আনন্দ অনুষ্ঠানের অংশ। ঠিক ছিল, তিনি শুধু হেঁটে আসবেন; কিন্তু তিনিই প্রস্তাব দিলেন, একটু নাচ করলে দৃশ্যটা আরও প্রাণবন্ত হবে। আমরা কেউ জানতাম না তিনি কী করতে যাচ্ছেন। পুরো জিনিসটাই তিনি স্বতঃস্ফূর্তভাবে করেছেন।’
অভিনয়ে অক্ষয় খান্নার এই নতুন উত্থান এখন বলিউডজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ‘ধুরন্ধর’ মুক্তির পর দর্শক ও সমালোচকদের অভিমত—এই ছবিতে অক্ষয় তার অভিনয়শক্তিকে নতুন স্তরে পৌঁছে দিয়েছেন। ‘ছাবা’র ‘ঔরঙ্গজেব’ চরিত্রে যে সংযম, তীব্রতা ও নীরব শক্তির প্রকাশ দেখা গিয়েছিল, ‘ধুরন্ধর’–এ তা আরও সুসংহত এবং আরও গভীর। বিশেষ করে চোখের ভাষা, সংলাপ বলার ছন্দ, মুখের মৃদু পরিবর্তন—সব মিলিয়ে রেহমান ডাকাতের চরিত্রটিকে তিনি দুর্দান্তভাবে জীবন্ত করে তুলেছেন।
‘ধুরন্ধর’–এর সাফল্যের ধারায় তাই অনেকেই বলছেন, ২০২৫ সাল অক্ষয় খান্নার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়গুলোর একটি হয়ে থাকবে।