
অধিনায়ক হিসেবে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরবেন প্যাট কামিন্স। তবে পায়ের চোটে অ্যাশেজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন আরেক অজি পেসার জশ হ্যাজলউড। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।
আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার। অ্যাডিলেড টেস্টের জন্য উসমান খাজাও প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাংবাদিকদের জানিয়েছেন, উসমান খাজাকে মিডল অর্ডারে ব্যাট করানোর বিষয়ে ভাবছেন নির্বাচকেরা। পিঠে চোট পাওয়ায় খাজার অনুপস্থিতিতে পার্থ ও ব্রিসবেনে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে বেশ ভালো করেছেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড।
কামিন্স প্রসঙ্গে গণমাধ্যমকে ম্যাকডোনাল্ড বলেন, ‘(কামিন্স) তার শরীর পুরোপুরি প্রস্তুত। আগামী সপ্তাহ পর্যন্ত অপ্রত্যাশিত কিছু না ঘটলে আশা করি প্যাটই ব্লেজার গায়ে চাপিয়ে টস করবে।’
হ্যাজেলউডের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জশ অ্যাশেজে আর থাকবে না। তার জন্য সত্যিই হতাশাজনক। এমন ধাক্কা খেতে হবে তা আমরা টের পাইনি এবং আমরা ভেবেছিলাম সিরিজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা সম্পূর্ণ আলাদা চোট। অ্যাকিলিস অঞ্চলের নিচে পায়ের পেশিতে। এখন সে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নেবে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসর।’