
সাইক্লোন দিতওয়ার ভয়াবহ আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেট বোর্ড। সরকারঘোষিত ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা ফান্ড’-এ ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
এই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটি। তারা জানিয়েছেন, জাতীয়ভাবে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিতওয়ার আঘাতে সৃষ্ট প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০০ জন এখনো নিখোঁজ। ঘরবাড়ি, সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাও। এমন সংকটময় সময়ে সরকারের ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমকে সহায়তা করতেই এসএলসির এই অর্থ অনুদান।
বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট দেশের প্রতীকী ক্রীড়া সংস্থা। এমন সময়ে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই অনুদান সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম ও জনসেবামূলক কাঠামো পুনর্গঠনে সহায়তা করবে।’
সএলসি সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে। বোর্ডের নির্বাহী কমিটিও জানিয়েছে, তারা দেশের পুনর্জাগরণ ও উন্নয়ন প্রক্রিয়ায় সব সময় সহযোগিতায় প্রস্তুত থাকবে। শুধু বোর্ড নয়, জাতীয় দলের খেলোয়াড়রাও এই দুর্যোগে নিজেদের সম্পৃক্ত করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান সফরের সব ম্যাচ ফি ও উপার্জন বন্যাদুর্গতদের সহায়তায় দান করবেন ক্রিকেটাররা।