
২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র ৬ মাস। তার আগেই ব্রাজিল দল গুছিয়ে ফেলবেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ দলে নেইমারের থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সেই সংশয়ের ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। একইদিন নিজের দল নিয়ে প্রত্যাশা ও নেইমারের প্রসঙ্গে কথা বলেছেন কোচ আনচেলত্তি।

নেইমারের বিশ্বকাপের স্কোয়াডে থাকা প্রসঙ্গে সেলেসাও কোচ বলেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয়, যদি সে অন্যদের চেয়ে (শারিরীকভাবে) ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে।’
তিনি আরও বলেন, আমাদের নেইমারসহ এবং নেইমার-বিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করবো।’
আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে, অন্যতম সেরা কয়েকজন ডিফেন্ডার আছে। একইভাবে রয়েছে শীর্ষ মিডফিল্ডার ও অগ্রভাগের (স্ট্রাইকার) তারকা। আমি এমন ফুটবলার চাই না, যারা (ব্যক্তিগতভাবে) বিশ্বের সেরা হতে চায়। আমার এমন খেলোয়াড় প্রয়োজন, যে বিশ্বকাপ জিততে চায়।’
গ্রুপ পর্বের ড্র নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। ফাইনাল খেলার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিন ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং সেজন্য সবচেয়ে শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে আপনাকে।’