
টেস্টে সেঞ্চুরি করা জো রুটের জন্য নতুন কিছু নয়। তবে গতকাল ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে পাওয়া তার ৪০তম সেঞ্চুরিটি যেন একটু বাড়তি আনন্দই এনে দিল। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এটিই রুটের প্রথম সেঞ্চুরি, সব ফরম্যাট মিলিয়েও।
স্কট বোল্যান্ডকে চার মেরে শতকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রুট অস্ট্রেলিয়ায় টেস্টে ১ হাজার রানের ঘরও পার করেন। আর এই মাইলফলকই তাকে ইংল্যান্ডের হয়ে অনন্য এক রেকর্ডের মালিক বানিয়েছে। ইংল্যান্ডের বাইরে তিনটি দেশে টেস্টে হাজার রান করা প্রথম ব্যাটসম্যান এখন তিনি।
৩৪ বছর বয়সী রুটের ভারতের মাটিতে রান ১২৭২ (১৫ টেস্ট), নিউজিল্যান্ডে ১০০৬ (১২ টেস্ট)। ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ায় তার রান দাঁড়ায় ১০৩৫।
ইংল্যান্ডের হয়ে দেশের বাইরে দুই দেশে হাজার রানের কীর্তি ছিল কেবল চারজনের- ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে, জিওফ বয়কট ও অ্যালিস্টার কুক।
বিশ্ব ক্রিকেটে তিন প্রতিপক্ষের মাঠে হাজারের ঘর পেরোনো রুট পঞ্চম ব্যাটসম্যান। এর আগে আছেন ভারতের তিন কিংবদন্তি- সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড।
টেন্ডুলকার অবশ্য এই তালিকায় সবচেয়ে এগিয়ে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা- চার প্রতিপক্ষের মাঠেই হাজারের বেশি রান করেছেন তিনি।
রুট চাইলে ভবিষ্যতে সেই রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারেন। ওয়েস্ট ইন্ডিজে তার রান ৮২৪ এবং দক্ষিণ আফ্রিকায় ৭০৩, দুই দেশেই হাজার রান স্পর্শ করা খন কেবল সময়ের অপেক্ষা।