
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রিসবেনের গাবায় দিবা-রাত্রির ম্যাচে আগে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড।
এ দিনও প্রথম ওভারেই উইকেটের দেখা পান স্টার্ক। ওপেনার বেন ডাকেটকে সাজঘরে পাঠান এই অজি পেসার। এরপর অলি পোপকেও আউট করেন এই অজি পেসার। এতেই বামহাতি পেসার হিসেবে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড ছুয়ে ফেলেন তিনি।
এরপর হ্যারি ব্রুককে আউট করে ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙেন স্টার্ক। এখন বামহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এই অজি পেসারের।
শুরুতে বিপর্যয়ে পড়লেও ইংল্যান্ডকে রক্ষা করেন জ্যাক ক্রলি ও জো রুট। ক্রলি ৭৬ রান করে আউট হলেও ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরির দেখা পান রুট।
এতে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ২০২ বলে ১৩৫ রানে অপরাজিত আছেন রুট। ৬ উইকেট শিকার করেছেন স্টার্ক।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বাঁহাতি পেসার:
৪১৮* – মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ১৯৫ ইনিংস।
৪১৪ – ওয়াসিম আকরাম (পাকিস্তান), ১৮১ ইনিংস।
৩৫৫ – চামিন্দা ভাস (শ্রীলঙ্কা), ১৯৪ ইনিংস।
৩১৭ – ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ১৪৯ ইনিংস।
৩১৩ – মিচেল জনসন (অস্ট্রেলিয়া), ১৪০ ইনিংস।