
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। তবে বাণিজ্যিক দিক থেকে লাভ করেছে বাফুফে। এশিয়ান কাপে বাছাইপর্বে তিনটি হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে হামজা-জামাল-সোমিতদের খেলা মাঠে বসে দেখতে টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। সেই সুযোগে অনেক অর্থ আয় করেছে ফুটবল ফেডারেশন।
গতকাল পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে বাফুফের পঞ্চম কার্যনিবাহী সভা। যেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একাধিক সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। বর্তমানে ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ মানে জাতীয় স্টেডিয়াম। তবে জাতীয় স্টেডিয়াম থেকে খেলার চাপ কমাতে সিলেট স্টেডিয়ামকে কাজে লাগাতে চায় বাফুফে। সিলেট স্টেডিয়ামে ফুটবল ফেরাতে সহযোগিতা করবে ফিফা।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তিনটি হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুর, হংকং ও ভারত ম্যাচ থেকে টিকিট বিক্রি করে মোট ৪ কোটি ৫ লাখ ৭৮৭৪ টাকা আয় করেছে ফুটবল ফেডারেশন। যার মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে ভারত ম্যাচে। ভারতের বিপক্ষে ম্যাচে বাফুফের আয় ১ কোটি ৮৮ লাখ টাকা।
এছাড়াও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ এবং হংকং ম্যাচের আয় ১ কোটি ২ লাখ ৭৮৭৪ টাকা। তবে স্পন্সর থেকে কত টাকা আয় করেছে বাফুফে এবং ম্যাচগুলো আয়োজন করতে কতটা ব্যর্থ হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বাফুফে। এই বিষয়ে জানতে চাওয়া হলে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, মোট আয়-ব্যয়ের হিসাব এখনো করা হয়নি।

তবে কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নেওয়ার মধ্যে অন্যতম টেকলিক্যাল কমিটির আলাদা ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত। মূলত ফিফা ও এএফসি থেকে ফান্ড হিসেবে যে টাকা পাবে বাংলাদেশ, সেই টাকা এই একাউন্টে আসবে। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন এই তথ্য। যদিও ফিফা কারও ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো ফান্ড পাঠায় না। তার জন্য দরকার অনুমতি।
এছাড়াও সিলেট স্টেডিয়াম নিয়ে বাবু বলেন, ‘ওইটা আমরা বললাম, আমরা একটা মাঠ ১০০% কনফার্ম করেছি, যেটা সিলেট মাঠটা এবং সিলেটটাকে উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে অনুরোধ করবো এবং সেটা উপযুক্ত করে যাতে ঐ খানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি সেই দিকে সজাগ দৃষ্টি।’ এছাড়া ফুটসাল দল নিয়ে তিনি বলেন, ‘আগামী জানুয়ারি মাসে ফুটসাল ছেলেদের এবং মেয়েদের আরম্ভ হবে এবং সেখানে বাংলাদেশ ছেলে-মেয়ে দুই দলই পার্টিসিপেট করবে, এ ব্যাপারে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’