
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিচিত মুখ আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবী। আসন্ন আসরের নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন এই আফগান অলরাউন্ডার। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি।
আফগান ক্রিকেটে মিস্টার প্রেসিডেন্ট খ্যাত নবীর বয়স ৪০। তবে এখনও ব্যাট হাতে নিয়মিত ঝড় তোলেন তিনি। পাশাপাশি বল হাতেও বেশ সাবলীল অভিজ্ঞ এই ক্রিকেটার। আসন্ন বিপিএলে নোয়াখালীর ‘ট্রাম্প কার্ড’ হতে পারেন তিনি।
বিপিএলে বেশ পরিচিত মুখ নবী। এর আগে ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন তিনি। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন তিনি।
এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর, সিলেটে। আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।