
পাকিস্তান নারী অনূর্ধ্ব–১৯ দলকে ১০০ রানের নিচে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মেয়েরা। কক্সবাজারের একাডেমি মাঠে প্রতিপক্ষকে ৮৮ রানে অলআউট করার পর বাংলাদেশ দল গুটিয়ে যায় মাত্র ৭৫ রানে। ফলে ১৩ রানের হার দিয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ইমান নাসের। দুই অঙ্ক ছুঁতে পারেন আর মাত্র দুজন—আরিসা আনসারি ২২ রান (২৩ বলে) ও রাবাইল ফারহান ১০ রান (১৮ বলে)। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন জারিন তাসনিম—৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
তবে সহজ লক্ষ্য তাড়ায় নেমেই ব্যর্থতার চরম উদাহরণ দেখায় বাংলাদেশ। আউট হওয়া ১০ ব্যাটারের পাঁচজনই ফেরেন শূন্য রানে। সর্বোচ্চ ২০ রান আসে আরিত্রি নিরঞ্জনা মণ্ডলের ব্যাটে (৩৮ বলে)। সাদিয়া আক্তারের ২০ বলে ১৬ ও ববি খাতুনের ১৮ বলে ১৩ রানও হার এড়াতে পারেনি।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাহারা বানু, নেন ৩ উইকেট। রোজিনা আকরাম ও মেমুনা খালিদ শিকার করেন ২টি করে উইকেট।
৩০ নভেম্বর বাংলাদেশে আসে পাকিস্তান নারী অনূর্ধ্ব–১৯ দল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর।