
গত আসরের রানার্স আপ ফ্রান্স। শক্তি বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। সেই ফ্রান্সের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলো প্রথমবার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ। দুর্দান্ত লড়াই শেষে ফরাসিদের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দেয় বাংলার যুবারা। আর ফ্রান্সের কাছে হেরে পুল পর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশ। এখন স্থান নির্ধারণী ম্যাচে খেলবে তারা।

চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে ফিরে মধ্য বিরতিতে।
তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফ্রান্স আবার লিড নেয়। ছয় মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স স্কোরলাইন ৩-১ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।
দুই হ্যাটট্রিকসহ তিন ম্যাচে মোট ৭ গোলের দেখা পেলেন আমিরুল। সবগুলো গোলই করেছেন পেনাল্টি কর্নার থেকে।