
শুরু হয়েছে বিপিলের ১২তম আসরের নিলাম। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। সেখানে অবশেষে দল পেয়েছেন পেসার এবাদত হোসেন। প্রথম ধাপে অবিক্রিত ছিলেন তিনি।
২২ লাখ টাকা ভিত্তিমূল্যে এবাদত হোসেনকে দলে নিয়েছে সিলেট টাইটানস। এছাড়া প্রথম ডাকে অবিক্রিত থাকা স্পিনার নাঈম হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় এই স্পিনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এ ক্যাটাগরির নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াই শেষ নাইমকে পেয়ে যায় চট্টগ্রাম।
অন্যদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। তবে অবিক্রিত থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন তারা। তাদের জন্য আগ্রহ প্রকাশ করেননি কোনো ফ্র্যাঞ্চাইজি।