
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। রোববার (৩০ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেছেন এই ভারতীয় হার্ডহিটার ব্যাটার। সেইসঙ্গে ছক্কার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে বেঙ্গলের বিপক্ষে টস জিতে পাঞ্জাবের হয়ে আগে ব্যাট করতে নেমেই আগ্রাসী শুরু করেন অভিষেক। মাত্র ১২ বলে ৫টি ছক্কা ও ৫টি চারে ফিফটির দেখা পান তিনি। যা স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি।
এমন আগ্রাসী শুরু পর সেঞ্চুরি পেতে কিছুটা সময় লেগেছে অভিষেকের। পঞ্চাশ রান তুলতে খেলেছেন ২০ বল। সব মিলিয়ে ৩২ বলে শতকের দেখা পান তিনি। এই টুর্নামেন্টেই গত বছর ২৮ বলে শতক হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম লেখান অভিষেক। এবার ৩২ বলে সেঞ্চুরিতে নাম লেখালেন এলিট তালিকায়।
ইনিংসের ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫২ বলে ১৪৮ রান করেছেন অভিষেক। এ দিনের ১৬ ছক্কায় অভিষেক ভেঙে দিয়েছেন নিজের গড়া রেকর্ডও। গত বছর ৮৭ ছক্কা হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে এক বছরে সর্বাধিক টি-টোয়েন্টি ছক্কার রেকর্ড গড়েন তিনি। এবার ৯১ ছক্কা হাঁকিয়ে নিজের গড়া ছক্কার রেকর্ড সমৃদ্ধ করলেন এই বাঁহাতি ব্যাটার।