
‘নেগ্রেয়রা কেস’ ইস্যুতে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি অভিযোগ করেছিলেন, ১৭ বছর ধরে রেফারি কমিটির সাবেক কর্মকর্তা এনরিকেজ নেগ্রেয়রাকে ৮ মিলিয়ন ইউরোর বেশি অর্থ দিয়েছে বার্সেলোনা। তার সেই অভিযোগের পালটা জবাব দিয়েছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।
আন্দোরায় নিজের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লাপোর্তা। সেখানেই রিয়াল মাদ্রিদ ও ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে একের পর এক অভিযোগের তির ছুড়ে দেন তিনি।
লাপোর্তার অভিযোগ, প্রমাণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে নেগ্রেয়রা কেসকে টেনে লম্বা করছে রিয়াল মাদ্রিদ। লাপোর্তার কথায় ছিল তীব্র ক্ষোভ ও হতাশা।