
রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের আপত্তিতে আটকে থাকা সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে আগামী মাসে।
এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘অমীমাংসিত’ সিনেমা।
এই থ্রিলার-রহস্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
বহুল প্রতীক্ষিত সিনেমাটি ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে বলে ইত্তেফাক ডিজিটালকে জানিয়েছেন, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।
তিনি বলেন, আসছে ডিসেম্বরে আমার অভিনীত দুটি সিনেমা ‘এখানে রাজনীতি আলাপ জরুরি’ এবং ‘অমীমাংসিত’ মুক্তি পাবে। ‘অমীমাংসিত’ সিনেমাটি ডিসেম্বরের ১১ তারিখে মুক্তির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আইস্ক্রিন সূত্র জানায়, সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এই ফিল্মটির জট অবশেষে খুলছে। জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই এটি দর্শকদের সামনে আসছে।
গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। বোর্ড কয়েকটি প্রধান কারণ উল্লেখ করে ছাড়পত্র দেয়নি। যেমন- নৃশংস খুনের দৃশ্য থাকা, এর কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাওয়া (যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন) এবং ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন এর টিজার প্রকাশ হয়, তখন দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।