
ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ভেবেছিলেন, প্রবাসী প্রেমিক সুজিত বসুর সঙ্গে কিছু দিন নিরিবিলি সময় কাটাবেন। কিন্তু যেন সিনেমার দৃশ্যের মতো ঘটে গেল ঘটনা, তনুশ্রীকে প্রোপোজ করে বসলেন প্রেমিক সুজিত।
ঘটনা যদি এখানেই থেমে থাকতো, তাও এক কথা ছিল। কিন্তু ছুটি কাটাতে গিয়ে শেষে বিয়ের পিঁড়িতেই বসে পড়লেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পাঁচ মাসের প্রেম পরিণয়ে পরিণত হলো, যা তনুশ্রী নিজেও ভাবেননি!
লাস ভেগাসে এক পাঁচতারকা হোটেলে একান্ত আয়োজনেই হয়েছে তাদের বিয়ে। সেখানকার কিছু দারুণ মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে টালিগঞ্জে চলছে তুমুল আলোচনা।
তনুশ্রীর স্বামী সুজিত বসু পেশায় আইটি ইঞ্জিনিয়ার। ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। বহু দিনের পরিচয় হলেও প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। কিন্তু সেই অল্প দিনের ভালোবাসাই আজ আজীবনের বন্ধনে রূপ নিয়েছে।
তনুশ্রী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ভাবনাটা ছিল ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন কাটাব—এটাই ভাবছিলাম। বিয়ে করব, তা একবারও মাথায় আসেনি। ঘোরাঘুরির মাঝেই সুজিত হঠাৎ বললেন—চলো, বিয়েটা সেরে ফেলি?
নায়িকা কিছু বুঝে ওঠার আগেই যেন জাদুর মতো সব প্রস্তুত হয়ে যায়। রাতারাতি ঠিক হয় বিয়ের ভেন্যু। হাজির হয় স্বপ্নের মতো লেহেঙ্গা আর মানানসই গয়না। তনুশ্রীর ভাষায়—সবটা এখনও স্বপ্নের মতো লাগছে। ঘোর কাটেনি। বিশ্বাসই হচ্ছে না, ও কীভাবে রাতারাতি সব ব্যবস্থা করে ফেলল!