
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (২৮ নভেম্বর) থেকে সমন্বয়কৃত নতুন দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
২০ নভেম্বর রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম কমায় ১ হাজার ৩৫৩ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার–নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান ভেদে মজুরি বাড়তে–কমতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে, ১৯ নভেম্বর সর্বশেষ দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৮০ বার স্বর্ণের দাম সমন্বয় হলো—যার মধ্যে ৫৪ বার বেড়েছে, কমেছে ২৬ বার। গত বছর সমন্বয় হয়েছিল ৬২ বার।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ২ হাজার ৬০১ টাকা।
এ বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার—যার মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিল ৩ দফায়।