
বেতন নেই, বাজার হচ্ছে না। সংকট লেগেই আছে। মন খারাপ মোহামেডান খেলোয়াড়দের। এর মধ্যেও মোহামেডান একটা বড় জয় তুলে নিয়েছে আবাহনীকে হারিয়ে। গত সোমবার বিকালে কুমিল্লায় বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ৩-২ গোলে আবাহনীকে হারিয়েছে। ৩-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। পরে আবাহনী ২ গোল করলেও হার ঠেকাতে পারেনি।
এই জয় মোহামেডানের জন্য অনেক বড় প্রাপ্তি। দলের ভঙ্গুর অবস্থায় মোহামেডান ফুটবলাররা দুর্দান্ত জয় উপহার দিয়েছেন তাদের সমর্থকদের। সমর্থকরা বিশ্বাস করতেন, আবাহনীকে হারানোর কারণে মোহামেডান ফুটবলাররা তাদের বকেয়া বেতন পেয়ে যাবেন। কর্মকর্তারাই খুশি হয়ে এগিয়ে আসবেন, বকেয়া বেতন তুলে দেবেন খেলোয়াড়দের হাতে। কিন্তু তার কিছুই হয়নি।

আবাহনীকে হারানোর পর দুই দিন কেটে গেলেও শীর্ষ কোনো কর্মকর্তা মোহামেডান ক্লাবে যাননি, খেলোয়াড়দের সঙ্গে দেখা করেননি, কথা বলেননি। ফোন করে ছোট করে এক শব্দে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে। টাকার কথা তুললে আমাকে ফোন দেবেন না বলে জানিয়েছেন। একাধিক ফুটবলার দাবি করেন, একটা ম্যাচ জিতলাম। ভেবে ছিলাম ক্লাবের পরিচালকবৃন্দ এসে বুকে জড়িয়ে ধরবেন, পিঠ চাপড়ে সাহস দেবেন। আমরা আমাদের বকেয়া ফিরে পাবো। একজনও আসেননি। খোঁজখবর নেননি।’
এ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত মোহামেডানের অতিরিক্ত সাধারণ সভায় কর্মকর্তারা উপস্থিতি খেলোয়াড়দের মনে সাহস যুগিয়েছিল। আর্থিক সংকট দূর হবে, ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যরা আবার ক্লাবে জড়ো হবেন, সংকট দূর করবেন। কিন্তু তারা কেউ আসছেন না। মোহামেডান-আবাহনী ম্যাচ দেখতেও যাননি কেউ। খবর নেই ফুটবল কমিটির চেয়ারম্যানের। ক্লাব সূত্রের খবর হচ্ছে ফুটবল কমিটির চেয়ারম্যান অর্থসংকটের ব্যাপারে কথা বলছেন না। টাকার প্রশ্নে তিনি নিশ্চুপ। ক্লাবের ফুটবল সংশ্লিষ্টদের মতে, ফুটবল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এখন সংকটের সময় মুখ ফিরিয়ে নেন, তাহলে চলবে কীভাবে।’

গতকাল সন্ধ্যায় টেকনিক্যাল কমিটির কর্মকর্তারা ক্লাবে গিয়েছিলেন। সবার পক্ষে সিনিয়ররা কথা বলেছেন। বেতন দাবি করেছেন। তাদের পরিবার আছে, সংসার আছে, বাবা-মাকে টাকা পাঠাতে হয়। কিন্তু আলোচনা শেষে মুখের আশ্বাস, ‘ধৈর্য্য ধরো। আমরা চেষ্টা করছি।’ মন খারাপ করে মিটিং রুম থেকে বেরিয়ে গেছেন ফুটবলাররা। ২৯ নভেম্বর মানিকগঞ্জে ফকিরাপুল ইয়ংমেন্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচ। তার আগে যদি সমাধান হয়, তাহলে ভালো। না হলে অনুশীলনে না-ও নামতে পারেন মোহামেডান ফুটবলাররা।