
সাফল্য যেমন কাঙ্ক্ষিত, তেমনি তা বহন করাও কঠিন- এমনই সতর্কবার্তা দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ টেনিস কিংবদন্তির মতে, খ্যাতি সামলাতে না পারলে সাফল্যই হয়ে উঠতে পারে বিপদের কারণ। তাই তার পরামর্শ, সঠিক পথে থাকা এবং পাশে সৎ ও বুদ্ধিমান মানুষ রাখা।
এই পরামর্শ দিয়েছেন তারই দেশের তরুণ ফুটবল সেনসেশন লামিনে ইয়ামালকে। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও স্পেনের হয়ে ইউরো জয়ের স্বাদ পেয়েছেন। ব্যালন ডি’অরে রানারআপ হয়েছেন একবার, দুইবার জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি।
তবে সাফল্যের পাশাপাশি মাঠের ভেতর-বাইরের নানা বিতর্ক, বিলাসী জীবন, সম্পর্ক নিয়ে আলোচনায় থেকেছেন ইয়ামাল। কুঁচকির চোটে ২০২৫-২৬ মৌসুমের বড় অংশ মাঠের বাইরে কাটালেও ফেরার পর ১২ ম্যাচে ৬ গোল ও ৮ অ্যাসিস্ট করে জানান দিচ্ছেন ধারাবাহিকতার। কিন্তু নাদালের বিশ্বাস, মাঠের বাইরের এত ব্যস্ততা একসময় ক্ষতি ডেকে আনতে পারে।
মোভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, সফল মানুষকে ঘিরে থাকা মানুষদের হতে হবে সত্যিকারের সহায়ক- যারা প্রয়োজন হলে অপছন্দের সত্যও বলতে পারে। তার মতে, আলোয় থাকা একজন তরুণের জন্য এটি কঠিন হলেও অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সাফল্য কে কীভাবে সামলায়, সেটাই ঠিক করে দেয় মানুষ সুখী হবে নাকি অসুখী; খ্যাতি অনেক সময় মানুষকে গ্রাস করে ফেলে।
নাদালের ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে যাত্রা, ১৯- এ প্রথম ফ্রেঞ্চ ওপেন জয়, বিশ্ব র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এলেও খ্যাতি কখনো তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে কারণেই তিনি আজ সর্বকালের সেরাদের একজন।