
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি–টোয়েন্টির স্কোয়াডে জায়গা পাননি শামীম পাটোয়ারী। এই সিদ্ধান্ত সম্পর্কে অধিনায়ক লিটন দাসকে আগে কিছুই জানানো হয়নি—এমন অভিযোগ তুলে বুধবার (২৬ নভেম্বর) ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক।
লিটনের মন্তব্যের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একটি গণমাধ্যমকে বলেন, “ঢাকা টেস্টের চতুর্থ দিনে লিটন বলেছিল যে সে শামীমকে দলে চায়। এটা সত্য।”
তবে তিনি যোগ করেন, “কোচের ব্যাটিং নিয়ে তেমন কোনো অসন্তোষ ছিল না। আমরা প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছি, এবং দল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বোর্ডই স্কোয়াড চূড়ান্ত করে। সব সিদ্ধান্ত যদি অধিনায়কের মতামতেই হয়, তাহলে তো নির্বাচক কমিটির প্রয়োজনই পড়ে না।”
এর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “এটা আমার কল না, পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। কেন বাদ দেওয়া হলো—তা আমাকে কোনো নোটিশ ছাড়াই জানানো হয়েছে। আমি এতদিন জানতাম, অধিনায়ক হিসেবে অন্তত জানা উচিত কোন খেলোয়াড় ঢুকবে, কে বাদ পড়বে।” তিনি আরও যুক্ত করেন, “শামীম থাকলে ভালো হতো। ওকে বাদ দেওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। কেন বাদ পড়েছে—এমনকি তা–ও আমাকে জানানো হয়নি।”
অধিনায়ক এবং নির্বাচকদের বক্তব্য দুই পক্ষের মধ্যকার যোগাযোগ–ঘাটতিই তুলে ধরেছে। সিরিজ শুরুর ঠিক আগে এমন অবস্থায় দলগত পরিবেশে কী প্রভাব পড়ে—সেটিই এখন বড় প্রশ্ন।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।