
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার জন্য ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা বজায় রাখতে তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত হওয়া কাম্য নয়।
এনএসসির নির্দেশনা অনুযায়ী—
-
কোনো জাতীয় দলের খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না।
-
নির্বাচনী সভা বা মঞ্চে প্রচারণামূলক কাজে অংশ নেওয়া থেকেও কঠোরভাবে বিরত থাকতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এসব নির্দেশনা অমান্য করলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। তাই সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে মানার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান অংশ নেন এবং তাদের প্রচারণায় জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে দেখা যায়।