
মেয়ের বিয়ের দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের বিশ্বকাপজয়ী তারকা স্মৃতি মান্ধানার বাবা। এরই মাঝে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর পলাশ মণ্ডলকেও। এতে স্মৃতি ও পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি গুরুতর ছিল না। চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি হোটেলে ফিরে গিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি ও পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। তাকে দ্রুত সাংলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়।
পলাশকে হাসপাতালে ভর্তির বিষয়ে তার মা অমিতা হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘পলাশ স্মৃতির বাবার খুব ঘনিষ্ঠ। এমনকি স্মৃতির চেয়েও স্মৃতির বাবার সঙ্গে পলাশের বন্ধুত্ব বেশি। তিনি অসুস্থ হয়ে পড়ার পর পলাশই প্রথম বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধের কথা বলেছিল।’
পলাশের মা আরও বলেন, ‘হলুদ অনুষ্ঠান হয়ে যাওয়ায় আমরা পলাশকে বের হতে দিইনি। সে খুব কেঁদেছে। একপর্যায়ে ওর শরীরের অবস্থা খারাপের দিকে চলে যায়। হাসপাতালে ওকে চার ঘণ্টা রাখা হয়েছিল। ইসিজি আর কিছু পরীক্ষা করানো হয়েছে। সবকিছু এখন স্বাভাবিক। তবে দুশ্চিন্তা করছে।’