
প্রথম দিন শেষ বিকেলে ছিল ভারতের দাপট। গুয়াহাটি টেস্টে আগের দিনের শেষ সেশনে তারা চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছিল। তবে হাতে চার উইকেট নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে উল্টো ভারতের ওপর চাপ তৈরি করেছে প্রোটিয়ারা। মুথুরান সামি ও মার্কো ইয়ানসেনের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে ৪৮৯ রান করে সফরকারীরা।।
৬ উইকেটে ২৪৭ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের সকালে ধৈর্যের নিদর্শন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। মুতুসামি ও কাইল ভেরেইনার প্রথম ঘণ্টায় মাত্র ২৮ রান তুললেও উইকেট রক্ষা করতে সক্ষম হন। বুমরা, সিরাজ এবং কুলদীপের কঠোর বোলিংয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের ধৈর্য পরীক্ষা হয়। ১২১ বল খেলে মুতুসামি পূর্ণ করেন ফিফটি। ভেরেইনার তখন ৩০-এর ঘরে।
দ্বিতীয় সেশনে ইয়ানসেন মুতুসামির সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। অষ্টম উইকেটে জুটি গড়ে যোগ হয় ৯৪ রান। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর দাড়ায় ৪২৮/৭। এই সেশনে ২৬ ওভারে ১১২ রান এল, ওভার প্রতি ৪-এর বেশি হারে। শেষ সেশনে সিরাজ ভাঙলেন ১০৭ বলে ৯৭ রানের জুটি। মুতুসামি আউট হলেন ১০৯ রানে।
শেষ সেশনে ইয়ানসেন আরও আক্রমণাত্মক হয়ে ৯৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। জাদেজার বোলিংয়ে দুটি ছক্কা, সিরাজের বলেও চার-ছক্কার ঝড় দেখান। শেষ পর্যন্ত কুলদীপের বলে ইনসাইড-এজ হয়ে আউট হন তিনি।
শেষ ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকা যোগ করল আরও ২৪৩ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৮৯। জবাব দিতে নেমে ভারত কোনো উইকেট না হারিয়ে ৯ রানে দিন শেষ করেছে। ৭ রানে যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল ২ রানে অপরাজিত আছেন। এখনো তারা ৪৮০ রানে পিছিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৫১.১ ওভারে ৪৮৯ (মুতুসামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪/১১৫, বুমরা ২/৭৫)
ভারত ১ম ইনিংস: ৬.১ ওভারে ৯/০ (জয়সোয়াল ৪*, রাহুল ৩*)