
টানা দুই হারে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। আর সেই সুযোগ বেশ ভালভাবে কাজে লাগিয়েছে কিউইরা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়ানদের ৪ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
শনিবার (২২ নভেম্বর) হ্যামিল্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসারদের তোপে ৩৬ ওভার ২ বলে ১৬১ রানে অলআউট হয় ক্যারিবীয়ানরা।
দলের পক্ষে রস্টন চেজ করেন সর্বোচ্চ ৫১ বলে ৩৮ রান। এছাড়া জন ক্যাম্পবেল ২৪ বলে ২৬ ও খ্যারি পিয়েরি করেন ৩৪ বলে ২২ রান। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৪টি উইকেট।
১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউই ব্যাটাররা। ডেভন কনওয়ে ১১, রাচিন রবীন্দ্র ১৪ ও উইল ইয়োং করেন ৩ রান।
চাপ সামাল দেওয়ার আগেই ২৫ বলে ১০ রান করে টম ল্যাথাম সাজঘরে ফিরে যান। এরপর মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েল। তাদের ৭৫ রানের জুটিতে জয়ের ভীত পায় নিউজিল্যান্ড।
দলীয় ১৪৫ রানে ৬৩ বলে ৬৪ রান করে আউট হন চ্যাপম্যান। এরপর ৯ রান করে মিচেল স্যান্টনার ফিরলেও ৩১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ব্রেসওয়েল।