
চলমান ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। শুরুতেই আইরিশ শিবিরে জোড়া আঘাত করেছেন তাইজুল ইসলাম। এতেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন এই বাঁহাতি স্পিনার।
গত বছর সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন সাকিব। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। তারপর আর খেলেননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে বেশ ভালোভাবে স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন তাইজুল।
শুক্রবার (২২ নভেম্বর) প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে সাকিবকে স্পর্শ করেছিলেন তাইজুল। সাকিবকে ছাড়িয়ে যেতে মাত্র ১ উইকেটের প্রয়োজন ছিল তার। দ্বিতীয় ইনিংসের শুরতেই ১৩ রান করা আইরিশ ওপেনার অ্যান্ডি বালবির্নিকে আউট করেন তাইজুল। এতেই সাকিবকে ছাড়িয়ে যান তিনি।
এরপর আরেক ওপেনার পল স্টার্লিংকে সাজঘরে ফেরান তাইজুল। এতেই তার উইকেট সংখ্যা দাঁড়ালো ২৪৮। অন্যদিকে ২৪৬ উইকেট নিয়ে এখন দুইয়ে নেমে গেলেন সাকিব।