
আন্তর্জাতিক বিরতি শেষে ইউরোপের ক্লাবগুলো ফের অনুশীলনে ফিরেছে। সেই তালিকায় আছে বার্সেলোনাও। বিরতির আগে সেল্তা ভিগোর বিপক্ষে লিগ জয়ের পর দলটির ড্রেসিংরুমে যে স্বস্তি ছিল, অনুশীলনে ফেরার পর সেই দৃশ্যের রূপ বদলে গেছে। কারণ, বড়দিনের আগে ক্লাবটির সামনে অপেক্ষা করছে এক কঠিন সূচি—লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে মিলিয়ে ২৯ দিনে ৯টি ম্যাচ।
এই ঠাসা সূচির শুরুতেই আছে আবেগঘন এক মুহূর্ত। দুই বছরের বেশি সময় পর নিজের ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এই প্রত্যাবর্তনের ম্যাচে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন মাত্র ৪৫ হাজার দর্শক।
বিলবাও ম্যাচের পরই আবার যাত্রা করতে হবে লন্ডনে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চেলসির বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলবে ফ্লিকের দল। দুদলেরই পয়েন্ট সমান—চার ম্যাচ শেষে ৭ করে। অবস্থান যথাক্রমে ১১ ও ১২ নম্বরে। এরপর বার্সা ফিরবে ঘরের মাঠে আলাভেসকে আতিথ্য দিতে। পরিসংখ্যান বলছে, আলাভেস ২০১৬ সালের পর বার্সার মাঠে জেতেনি—তাই এই ম্যাচটি কাগজে-কলমে তুলনামূলক সহজ।
তবে পরের ধাপগুলো আর সহজ নয়। বার্সেলোনাকে মুখোমুখি হতে হবে লা লিগার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা তিন দলের—২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদ, ৬ ডিসেম্বর রিয়াল বেতিস এবং ২১ ডিসেম্বর ভিয়ারিয়াল। এর মধ্যেই রয়েছে আরও দুটি চ্যালেঞ্জ—৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং ১৪ ডিসেম্বর লিগে ওসাসুনা।
ডিসেম্বরের মাঝামাঝি স্প্যানিশ কাপ বা কোপা দেল রের মিশনও শুরু করবে বার্সেলোনা। প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে মাসের শুরুর দিকেই ড্রয়ের মাধ্যমে।
চাপের মধ্যেও কিছু স্বস্তির বার্তা পেয়েছেন কোচ হান্সি ফ্লিক। রাফিনিয়া ও হোয়ান গার্সিয়া চোট থেকে প্রায় সুস্থ হয়ে ফিরছেন। একইভাবে জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদের পুনর্বাসন প্রক্রিয়াও এগোচ্ছে ঠিকঠাক।
সব মিলিয়ে ডিসেম্বর বার্সেলোনার জন্য হতে পারে স্বপ্ন কিংবা দুঃস্বপ্নের মাস। তবে বিশ্লেষকদের মতে, ফ্লিকের ‘হাই-লাইন ডিফেন্স’ এবং আক্রমণাত্মক প্রেসিং ফুটবলের আসল পরীক্ষা এই ২৯ দিনেই সামনে আসবে।