
সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা সংগঠন উৎস শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালকে নিয়ে আয়োজন করছে সংগীতানুষ্ঠান উৎস সন্ধ্যা।
এই চ্যারিটি অনুষ্ঠানটি শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
সংগঠনটি তাদের ফেসবুকের মাধ্যমে জানিয়েছে, অনুষ্ঠানের টিকেট টিকিফাইতে পাওয়া যাবে এবং ৭০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে।
গায়িকা কোনাল ফেসবুকে এক পোস্টে দর্শকদের আহ্বান জানিয়ে লিখেছেন, আপনারা যারা কোনো এক সুবিধাবঞ্চিত শিশুর ভরসা হতে চান, ভূমিকা রাখতে চান কোনো এক শিশুর সুন্দর ভবিষ্যতে, সেই সঙ্গে উপভোগ করতে চান কিছু চেনা সুর, চেনা গান, চলে আসুন এই চ্যারিটি আয়োজনে। সুরের তালে চলুন গড়ি আগামীর ভবিষ্যৎ।
কনসার্টটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এবং চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।