
২০১৯ সালে নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয়ের পর থেকেই বড় পর্দায় অনুপস্থিত ছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মাঝে মধ্যে তার সম্পদ, ব্যক্তিগত জীবন বা ব্যবসা নিয়ে আলোচনায় এলেও অভিনয়জীবন নিয়ে দর্শকের কৌতূহল তেমন ছিল না। তবে দীর্ঘ বিরতির পর ‘মস্তি ৪’-এর মুক্তিকে ঘিরে তিনি ফের ফিরে এসেছেন আলোচনায়। আর সেই আলোচনাই পরিণত হয়েছে নতুন বিতর্কে।
সিনেমার প্রচারণায় দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দর্শকদের তারকাপ্রেমের স্থায়িত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে বিবেক বলেন, “১৯৬০ সালে কে কোন সিনেমায় কাজ করেছিলেন, এখন কেউ মনে রাখে না। ২০৫০ সালে হয়তো মানুষ বলবে—কে শাহরুখ খান?”
এখানেই থেমে যাননি তিনি। রাজ কাপুরকে নিয়েও মন্তব্য করেন, “এই প্রজন্ম রণবীর কাপুরকে চেনে, কিন্তু জানে না তিনি রাজ কাপুরের নাতি।”
তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শাহরুখ খানের অনুরাগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। অনেকে তাকে মনে করিয়ে দেন তার নিজের ঢেউ-নামা ক্যারিয়ার, আবার কেউ কেউ স্মরণ করিয়ে দেন ২০২৩ সালে শাহরুখের ঐতিহাসিক কামব্যাক—‘পাঠান’ ও ‘জওয়ান’-এর দাপটে একাই প্রায় ২৩০০ কোটি রুপির ব্যবসা করে বলিউডকে পুনরুজ্জীবিত করেছিলেন শাহরুখ খান।
‘কিং খান’, ‘বাদশা’ কিংবা অসহায় মানুষের কাছে যেন ‘ভগবান’—এমন একজন সুপারস্টারের স্টারডম নিয়ে প্রশ্ন তোলায় নিন্দুকরা কটাক্ষ ছুঁড়ছেন বিবেকের দিকে। অনেকেই বলছেন,
“এই মন্তব্যই প্রমাণ করে—বিবেক ওবেরয় সত্যিই ‘বিবেকহীন’ মন্তব্য করেছেন।”