
জসপ্রীত বুমরাহর বোলিং তোপে কলকাতা টেস্টের প্রথম দিনে ১৫৯ রানে অলআউট হয় দক্ষিন আফ্রিকা। জবাবে সুবিধা করতে পারেনি ভারতও। প্রোটিয়া স্পিনারদের ঘূর্ণিতে ১৮৯ রান করে স্বাগতিকরা। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা।
ভারতকে অল্প রানের মধ্যে আটকে দিয়েও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে অসহায় আত্নসমর্পণ করেছে প্রোটিয়া ব্যাটাররা। ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। এতে তৃতীয় দিনে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। টেস্ট নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৬০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ১১, এইডেন মার্করাম ৪, উইয়ান মুলডার ১১, টনি ডি জর্জি ২, ট্রিস্টান স্টাবস ৫ রান করে সাজঘরে ফিরে যান।
একপ্রান্ত উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর আরও দুই উইকেট হারিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ৪টি ও কুলদ্বীপ যাদব নেন ২টি উইকেট।
এর আগে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সিমন হারমার ও মার্কো জানসেন জানসেনের বোলিং তোপে ৬২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে ভারত। এ দিন ব্যাট করতে নেমে ঘাড়ে চোট পান ভারতীয় অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাটিং নামা নিয়ে রয়েছে শঙ্কা।