
জসপ্রীত বুমরাহর বোলিং তোপে কলকাতা টেস্টের প্রথম দিনে ১৫৯ রানে অলআউট হয় দক্ষিন আফ্রিকা। জবাবে ১ উইকেটে ৩৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত। তবে দ্বিতীয় দিনে ভারতকে ১৮৯ রানে অলআউট করে লড়াইয়ে ফিরেছে প্রোটিয়ারা। ৩০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
শনিবার (১৫ নভেম্বর) লোকেশ রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দিনের শুরুটা বেশ ভালোই করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৫ রানে ৮২ বলে ২৯ রান করে ফিরে যান সুন্দর।
এরপর ক্রিজে এসে আঘাত পেয়ে রিটার্ড হার্ট হয়ে ফিরে যান অধিনায়ক শুভমান গিল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। রাহুল ৩৯ ও ঋঝভ পন্থ ২৭ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর ধ্রুবকে জুরেলকে সাজঘরে পাঠিয়ে ভারতে আরও চাপে ফেলে দেন সিমন হারমার। নিজেরত বলেই ডান দিকে ঝাপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬২ ওভার ২ বলে ১৮৯ রানে অলআউট হয় ভারত। দক্ষিণ আফ্রিকার পক্ষে হারমার ৪টি ও মার্কো জানসেন নেন ৩টি উইকেট।