
আইপিএলে এখন চলছে ‘ট্রেড উইন্ডো।’ এই সময়ে ক্রিকেটারের সম্মতি ও আইপিএল কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ক্রিকেটার বিনিময় করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশ কয়েকজন ক্রিকেটার এমন পদ্ধতিতে দলবদল করেছে। তবে সবচেয়ে সাড়া ফেলেছে স্যামসন-জাদেজার দলবদল।
রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে সাঞ্জু স্যামসনকে দলে নিল চেন্নাই সুপার কিংস। বেশ কয়েক দিনের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে আলোচিত এই দলবদল।
মাত্র দুটি মৌসুম দিল্লিতে খেলা ছাড়া ১১ মৌসুমেই রাজস্থান রয়্যালসে খেলেছেন স্যামসন। গত মৌসুমের আগেও তাকে ১৮ কোটি রুপিতে ধরে রাখে রাজস্থান। তবে গত আইপিএল চলার সময় কিছু ব্যাপার নিয়ে দলের সঙ্গে টানাপোড়েন শুরু হয় তার। টুর্নামেন্টের পরে জানা যায়, দল ছাড়তে চান তিনি।
গত কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, জাদেজা ও কারানকে দিয়ে স্যামসনকে দলে নেবে চেন্নাই। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। চেন্নাইতে ১৮ কোটি রুপিই পাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
জাদেজাও অনেকটা চেন্নাইয়ে ঘরের ছেলে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১২ মৌসুম খেলেছেন এই অলরাউন্ডার। গত মৌসুমের আগে জাদেজাকে ১৮ কোটি রুপিতে ধরে রেখেছিল চেন্নাই। তবে রাজস্থানে তিনি পাবেন ১৪ কোটি রুপি।
অন্যদিকে, গত নিলামে কারানকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল চেন্নাই। এবার রাজস্থানেও তিনি পাবে একই পারিশ্রমিক। তার জন্য এবার নতুন অভিজ্ঞতাও হবে। আগে তিন মৌসুম পাঞ্জাবে ও তিন মৌসুম চেন্নাইয়ে খেলেছেন ইংলিশ এই অলরাউন্ডার।
ট্রেড উইন্ডোর আরেকটি উল্লেখযোগ্য দলবদল হয়েছে পেসার মোহাম্মাদ শামির। গত আসরের আগে নিলামে ১০ কোটি রুপিতে এই পেসারকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সমান পারিশ্রমিকেই তিনি পাড়ি জমিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে।