
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক বছর পর লেবাননে জাতিসংঘ-নির্ধারিত ‘ব্লু লাইন’, অর্থাৎ কার্যত সীমান্তের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীরা এ কথা বলেছেন।
যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (UNIFIL) জানিয়েছে, তারা গত অক্টোবরে লেবাননের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলের বাহিনীর নির্মিত একটি কংক্রিটের প্রাচীর জরিপ করেছে। জরিপে নিশ্চিত হওয়া গেছে, দেয়ালটি জাতিসংঘ-নির্ধারিত ‘ব্লু লাইন’ অতিক্রম করেছে।
জাতিসংঘের বাহিনী আরও বলেছে, ‘এর ফলে ৪ হাজার বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে।’ ইসরায়েলকে দেয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।
ইইউ’র পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেছেন, ‘ইইউ ইসরায়েলকে ১৭০১ নম্বর প্রস্তাব এবং এক বছর আগে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা লেবাননের সকল পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
মুখপাত্র বলেন, ‘সকল পক্ষেরই যুদ্ধবিরতি এবং এখন পর্যন্ত অর্জিত অগ্রগতি রক্ষার ওপর মনোযোগ দেওয়া উচিত।’
হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আক্রমণ এবং দখল অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না।